August 1, 2025, 3:33 pm

নদীতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: 208 View
Update : Friday, January 28, 2022

খাগড়াছড়ির পানছড়িতে নদীতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকার চেঙ্গী নদীতে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলো পানছড়ির ছোট ধনপাড়ার দুই বছর বয়সী পিবির চাকমা ও তার বোন ১২ বছর বয়সী প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার ১২ বছর বয়সী ঝরঝরি চাকমা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় পিবির। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর