August 1, 2025, 3:31 pm

সেন্টমার্টিনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: 203 View
Update : Sunday, January 30, 2022

দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপের পাথর উপর থেকে অজ্ঞাত যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন ফাঁড়িতে নেয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলামের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর