September 12, 2025, 8:52 am

ছাদ থেকে লাফিয়ে মডেলের আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক: 170 View
Update : Monday, January 31, 2022

ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন উঠতি মডেল গুনগুন উপাধ্যায়। গেলো শনিবার (২৯ জানুয়ারি) রাতে যোধপুরের একটি হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোন করে বলেন, ‘আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখটা দেখে নিও’।

মেয়ের ফোন পেয়েই পুলিশে খবর দেন গুনগুনের বাবা গণেশ উপাধ্যায়। ফোন নম্বরের সূত্র ধরে সেই মডেলের অবস্থান নিশ্চিত হয়ে হোটেলে পৌঁছায় পুলিশ। কিন্তু তার আগেই ছয় তলা থেকে ঝাঁপ দেন গুনগুন। নিচে পড়ে জ্ঞান হারান তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুনগুনের বুকে মারাত্মক চোট লেগেছে। পায়ের হাড় ভেঙে গেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে টানা রক্ত দিতে হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গুনগুন কেন আত্মহত্যার চেষ্টা করেছে সেটি এখনো জানা যায়নি। সে এখন কিছু বলার মতো অবস্থায় নেই। জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার চেষ্টার কারণ জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর