শেরপুরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “হতদরিদ্র জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ মে) শেরপুর প্রেসক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান। শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন।
বিএমএসএফ এর সহ-সভাপতি ও ডেইলি সংবাদ প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক শাপলা রহমান, বাংলা ভিশনের বার্তা সম্পাদক নাসরিন গীতি এবং বিএমএসএফ এর সদস্য ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।