August 1, 2025, 9:56 am

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘তনয়া’

বিনোদন ডেস্ক: 221 View
Update : Wednesday, July 20, 2022

দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে এখন বাংলা কন্টেন্টের মেলা। সিনেমা, নাটক, সিরিজ দিয়ে চরকিতে এখন নতুন সব কন্টেন্টের সমাহার। তারই ধারাবাহিকতায় এবার নতুন এক নাটক অর্থাৎ চরকি ফ্লিক ‘তনয়া’ নিয়ে আসছে নির্মাতা ইমরাউল রাফাত।

‘তনয়া’র মাধ্যমে চরকিতে ডেবিউ করছেন তরুণ অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা। ইতোমধ্যে টিজার ও পোস্টারে দর্শকের নজর কেড়েছে। সেইসঙ্গে অভিনেত্রী মাহিমা গতানুগতিক ধারার বাইরে ভিন্ন রূপে দেখে উচ্ছ্বসিত দর্শকও।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে মাহিমা জানান, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘তনয়া’র গল্প একদমই নতুন তার জন্য। কাজ করতে গিয়ে একটা সময় আমার মনে হয়েছে আমিই তনয়া। আমাদের সমাজে কোনো ঘটনা ঘটলে আমরা আগেই জাজ করে ফেলি, ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করিনা। এই গল্পটার মাধ্যমে এই ধারণা কিছুটা হলেও হয়ত বদলাবে।

পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘তনয়ার গল্পটা একটা আড্ডায় শোনা। পরিচিত একজনের কাছ থেকে। হঠাৎ করেই আমি পুরো গল্পটা শুনতে আগ্রহী হই। আমরা নরমালি যে ফরম্যাটে যাই, একটা গল্প লিখে রাখা, কোথাও প্রপোজাল হিসেবে জমা দেয়া; এই গল্পের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। গল্পটা মাথাতেই ছিল। ঘটনাচক্রে চরকির সঙ্গে গল্পটা নিয়ে আলোচনা হয় এবং কাজটি আসতে যাচ্ছে।’

‘তনয়া’ তে মাহিমার পাশাপাশি তার বাবা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন। তাদের সাথে কাজের অভিজ্ঞতাও দারুণ বলে জানান মাহিমা।

২১ জুলাই রাত ৮ টায় চরকি তে মুক্তি পাবে ‘তনয়া’।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর