August 10, 2025, 6:44 pm

সহকর্মীকে জবাই করে লাশ বস্তাবন্দি করে আনসার সদস্য

নিউজ ডেস্ক: 146 View
Update : Saturday, July 23, 2022

মানিকগঞ্জের ঘিওরে এক আনসার সদস্যকে জবাই করে হত্যা করেছে আরেক আনসার সদস্য। শুক্রবার মধ্যরাতে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। নিহত আনসার সদস্যের নাম কুদ্দুস মিয়া (৪০)। তার বাড়ি দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আনসার সদস্যের নাম মো. শাহীন (২৬)। তার বাড়ি ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন,

‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘিওর আনসার অফিসের কনফারেন্স রুমে আনসার সদস্য শাহিন অন্য আনসার সদস্য কুদ্দুস মিয়াকে বটি দিয়ে মাথা ও গলা কেটে হত্যা করেছে। এরপর লাশ গুম করার জন্য সে তা বস্তায় ভরে রাখে। আজ শনিবার ভোর ৬টার দিকে আমরা কুদ্দুসের বস্তাবন্দি লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি বলেন, ‘কৌশলে শাহীনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার দায় স্বীকার করেছে।

অর্থনৈতিক লেনদেনের কারণে সে কুদ্দুসকে হত্যা করেছে। প্রথমে সে ধারালো বটি দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে। এরপর একটি বস্তায় ওই লাশ ভরে রাখে এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিষ্কার করে আনসার সদস্য অফিস থেকে চলে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর