August 4, 2025, 5:13 pm

রেলক্রসিং পাড় হওয়ার সময় হঠাৎ সামনে চলে আসে ট্রেন, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি হাবিব হাসান

এলেন বিশ্বাস 182 View
Update : Wednesday, August 24, 2022

রাজধানীর খিলখেত এর বরুয়া এলাকায় একটি অনুষ্ঠান শেষে উত্তরার আরেকটি প্রোগ্রামে যোগদান করতে আসার পথে দক্ষিণখানের জামতলা রেলক্রসিং এর সিগন্যাল পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেন চলে আসে অল্পের জন্য প্রানে বেচেঁ গেলেন ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান সহ তার সফরসঙ্গীরা।

জানা যায়, মঙ্গলবার রাতে খিলখেত বরুয়া এলাকায় শোক দিবসের একটি অনুষ্ঠান শেষে দক্ষিণখানে আরেকটি প্রোগ্রামে যাওয়ার পথে জামতলা রেললাইনের ফটক খোলা থাকায় হাবিব হাসানের গাড়ি রেল লাইন পার হওয়ার সময় আকস্মিকভাবে ট্রেন চলে আসে।

এ বিষয়ে এমপি হাবিব হাসান বলেন, যারা রেল গেইটের দায়িত্বে নিয়োজিত ছিল তাদের অবহেলা রয়েছে। আমি যখন গাড়ি নিয়ে পারাপার হচ্ছিলাম তখন ফটকটি খোলা ছিল এবং দায়িত্বে নিয়োজিত কেউ ছিলনা। আমার গাড়ির জি রেললাইনে ওঠামাত্র একটি ট্রেন দেখতে পাই এবং ট্রেনটি খুব কাছাকাছি ছিল। পরবর্তীতে আমার ড্রাইভার দ্রুত গাড়ি সরিয়ে নেয় এতে করে আমি সহ আমার নেতাকর্মীরা খুব আতংকিত হই।

আল্লাহ তালার অশেষ রহমতে আমি এবং আমার সাথে থাকা সফরসঙ্গীরা সকলেই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর