August 4, 2025, 5:09 pm

ডিএমপি কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট- 169 View
Update : Wednesday, August 31, 2022

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রিজিওনাল সিকিউরিটি অফিস স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্সের (এসপিইএআর) প্রোগ্রাম ম্যানেজার ডগ ক্যাথারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে। স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে বলে তিনি ডিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলের পক্ষ থেকে ডিএমপির সিটিটিসি ও ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণে সহায়তার বিষয়ে প্রস্তাব দেয়া হয়।

সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার মার্কিন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা প্রদানসহ যেকোনো প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে।’

এ সময় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যক্রম প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করবে। এই মতবিনিময় সভায় বাংলাদেশে বিভিন্ন বিদেশি দূতাবাস ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করা হয়।

সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলামসহ প্রতিনিধি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর