August 6, 2025, 8:28 am

উত্তরায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়া গ্রেফতার

আলী হোসেন (শ্যামল) 193 View
Update : Saturday, September 3, 2022

রাজধানীর উত্তরায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ জন হিজড়াকে গ্রেফতার করা হয়েছে।

৩ ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিজরারা হলেন, মৌসুমী হিজরা (৩২), অনিকা হিজরা (১৯), তুলী হিজরা (২৪), এবং দুলী হিজরা (২৫)। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন।

জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন এবং যাত্রীদের সাথে অশ্লীল আচরণ করতেন। আজ সকালে অভিযুক্ত হিজড়ারা উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন, তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করেন।

এক পর্যায়ে এনা পরিবহনের ম্যানেজার ৫০০ টাকা দিতে রাজি হয় । কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড় থাকেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেয় এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন, পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ৪ জন হিজড়াকে গ্রেফতার করে। এই ঘটনায় জিয়াউল হক বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর