August 2, 2025, 6:36 pm

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এই দেশে কোনো নির্বাচন হবে না ; মির্জা ফখরুল।

আলী হোসেন (শ্যামল) 239 View
Update : Monday, September 12, 2022

সারাদেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, লোড শেডিং, বিএনপি কর্মীদের গুলি করে হত্যা এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

১১ ই সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় রাজধানীর উত্তরা ৮ নং সেক্টরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে  বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা কর্মীবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- সরকার আগামী নির্বাচন নিয়ে পাঁয়তারা শুরু করেছে, ইভিএম এর মাধ্যমে নির্বাচন করবে, ইভিএম কি? আমরাতো এই ভোটই মানি না, আমরা তো শেখ হাসিনা সরকারকেই মানি না, তোমার ইভিএম মানবো কেনো, আরো পরিষ্কার করে বলছি এই সরকার, আওয়ামীলীগ সরকার, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এ দেশে কোনো নির্বাচন হবে না।

সংসদ বাদ দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে, মির্জা ফকরুল তিনি আরো বলেন, এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই, উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায় চলে গেছে যে জিনিসপত্রের দাম প্রতিটি ক্ষেত্রে ২০-২৮ শতাংশ বেড়ে যাচ্ছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর