August 21, 2025, 9:31 am

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ পড়লেন রিয়াদ

স্পোর্টস ডেস্ক- 243 View
Update : Wednesday, September 14, 2022

আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েই আজ (১৪সেপ্টেম্বর) ঘোষিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে খেলা হচ্ছে না রিয়াদের।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি।

বিশ্বকাপ দলে রিয়াদ ছাড়াও নেই সর্বশেষ টি-টোয়েন্টি দলের মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান। ভাগ্য সঙ্গে থাকেনি সৌম্য সরকারেরও। অবশ্য স্ট্যান্ড বাই দলে আছেন তিনি। শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসানও আছেন এই তালিকায়।

দলে চমক হিসেবে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর নাম। তিনি ফর্মে না থাকলেও নির্বাচকরা রেখেছেন ১৫ সদস্যের দলে। তেমনি ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিন আছেন বিশ্বকাপ যাত্রায়!

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

দলে ফিরেছেন: লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

বাদ: মাহমুদউল্লাহ, এনামুল হক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর