August 26, 2025, 10:17 am

উত্তরায় ‘মেরিনো হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্বার

আলী হোসেন (শ্যামল) 220 View
Update : Thursday, September 29, 2022

রাজধানীর উত্তরায় হোটেল মেরিনো নামে একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। নিহতের নাম ডুগাল্ড ফিনলাসন (৫৮)। তিনি বাংলাদেশে ট্রুরিস ভিসায় এসে হোটেলে ভাড়ায় থাকতেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৪৫ নম্বর ভবনের মেরিনো হোটেলের দ্বিতীয় তলার ১০৮ নাম্বার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি’র উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম বিদেশী নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্রিটিশ নাগরিকের লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান  জানান, আজ সকালে খবর পেয়ে মেরিনো নামক আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ থেকে ব্রিটিশ নাগরিক ডুগাল্ড ফিনলাসন (৫৮) মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, পরে আমরা ডুগাল্ড ফিনলাসনের লাশ উদ্ধার করি। তিনি আরো জানান, চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলের ১০৮ নং রুম ভাড়া নিয়ে থাকতেন তিনি।

গতকাল রাতেও তিনি রাতের খাবার খেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ তাদের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন বাথরুমের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন ডুগাল্ড ফিনলাসন। পরে হোটেল কতৃর্পক্ষ সঙ্গে সঙ্গে থানায় খবর দেন।

এবিষয়ে ওসি মো: জহিরুল ইসলাম আরও বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ নাগরিক ডুগাল্ড ফিনলাসন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরনে প্যান্ট ও খালি গায়ে ছিলেন সে তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর