September 10, 2025, 9:38 pm

বিসিবির নিষেধাজ্ঞা অমান্য করে চরম শাস্তির মুখে সাকিব

ডেস্ক রিপোর্ট- 255 View
Update : Saturday, October 29, 2022

সাকিব ও বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সাকিব বিতর্ক ছাড়তে চাইলেও যেন বিতর্ক পিছু ছাড়েনা নয়ত সাকিব সাকিব নিজেই ঘনিষ্ঠতা বাড়ান এই বিতর্কের সঙ্গে। তাইতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিবের সঙ্গীও এই বিতর্ক। কদিন আগে ব্রিসবেনে প্রবাসীদের এক অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক, এরপরই নতুন বিতর্ক সিডনিতে।

অভিযোগ উঠেছে, তিনি নাকি বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দাওয়াতে যোগ দিয়েছেন শুধু এমনটা নয় এর বিনিমিয়ে নিয়েছেন ব্যপক অর্থও!

ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ। সিডনিতে পৌঁছে দলের নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থের বিনিময়ে। ১৫ হাজার ডলার সম্মানী নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন তিনি।

এ বিষয়ে দল দেশে ফিরলে সাকিবের বিরুদ্ধে শাস্তির নেওয়া হবে বলে বিসিবির অপেরশন ম্যানেজার জালাল উইনুস জানিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর