November 22, 2025, 2:50 am

উত্তরায় ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেফতার ছিনতাইকারী ব্লেড মাসুদ

আলী হোসেন (শ্যামল) 278 View
Update : Sunday, October 30, 2022

রাজধানীর উত্তরা থেকে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী মোঃ মাসুদ খান খোকন ওরফে ব্লেড মাসুদ (৪৮) কে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আজকে দুপুরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী ওভার ব্রিজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ মহসিন।

ছিনতাইকারী মাসুদ ব্লেড দিয়ে বিশেষ কায়দায় ব্যাগ কেটে ছিনতাই করে বলে তাকে ব্লেড মাসুদ নামেই চেনে সবাই। মাসুদ ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার মৃত রাজন খানের ছেলে।

গ্রেফতারকৃত মাসুদ একজন চিহ্নিত ছিনতাইকারী, সাত বছর ধরে তিনি এ পেশায়। তবে তার ছিনতাইয়ের ধরণ ভিন্ন। তার একমাত্র টার্গেট এটিএম বুথ ফেরত মানুষ। এটিএম বুথ থেকে কেউ টাকা তুলে আসার পর মাসুদ তার পিছু ধরেন, এরপর জনাকীর্ণ এলাকায় সুবিধাজনক স্থানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে অপ্রস্তুত করে ফেলে। আর এই সুযোগে তিনি ব্লেড দিয়ে ব্যাগ অথবা প্যান্টের পকেট কেটে ওই টাকা ছিনিয়ে পালিয়ে যান। পুরো কাজটি করতে তার সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় লাগে! আজ দুপুর একটার দিকে এটিএম বুথ থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তুলে অফিসে যাচ্ছিলেন এ্যাডভান্স পোল্ট্রি প্রতিষ্ঠানের কর্মচারী ইছাহাক আলী। তাকে এটিএম বুথ থেকে অনুসরণ করছিলেন মাসুদ। রাজলক্ষী ওভারব্রিজে যাওয়ার পর মানুষের ভিড়ে ইছাহাককে ধাক্কা দেন মাসুদ। এতে তার সন্দেহ হয়। তিনি ফিরেই দেখেন তার ব্যাগ ব্লেডে কাটা! সাথে সাথেই তিনি চিৎকার করলে সেখানে থাকা টহল পুলিশ তাকে গ্রেফতার করে এবং ছিনতাই করা ৪ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেন। গ্রেফতার ব্লেড মাসুদের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর