ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সংবিধান দিবস -২০২২ উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ৪ নভেম্বর ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে জাতীয় সংবিধান দিবস- ২০২২ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সশস্ত্র বাহিনীর সভাপতি তোফাজ্জল হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান , জি নিউজের সম্পাদক ফারুক আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবিধানে স্বাক্ষর কারী ও জাতীয় গণ পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়ার সুযোগ্য পুত্র মোঃ হারুন উর রশিদ এবং সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগের সেরা ইউএনও হাসান মারুফ বলেন,মরহুম হাতেম আলী মিয়ার স্মৃতি রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অবিলম্বেই তিনি একটি উদ্যোগ গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সংগীত নিকেতনের পরিচালক এম এ হাই সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবিধানে স্বাক্ষর কারী ও গণ পরিষদ সদস্য মরহুম হাতেম আলী মিয়ার উত্তরসুরী হিসেবে তার জৈষ্ঠ্য পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদকে উপহার স্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একটি বহি হাতে তোলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।