August 1, 2025, 5:14 am

ময়মনসিংহের গফরগাঁও পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ 243 View
Update : Wednesday, November 30, 2022

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে পুকুরের পানিতে ডুবে সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পরশু ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মোঃ মইজ উদ্দিনের ছেলে এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মোঃ মইজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়িতে গরু পালনের কাজ করত। সকাল সাড়ে ৯টায় বাড়ির সামনে পুকুরে গরুর পানি আনতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যায়। বাড়ির মালিক মোশারফ হোসেন তাকে খুঁজে না পেয়ে তার ব্যবহৃত জুতা ও শীতের জ্যাকেট পুকুর পাড়ে দেখতে পায়।

পরে পুকুর থেকে সাদ্দামকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিন তাবাচ্ছুম মিতু তাকে মৃত ঘোষণা করে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর