August 5, 2025, 5:47 pm

বিয়ে বাড়িতে হিজড়াদের তাণ্ডব, গ্রেফতার ৪ হিজড়া

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 295 View
Update : Wednesday, January 18, 2023

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে মিরপুর মডেল থানার ৩ নং সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪ হিজড়া হলেন, বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।

মিরপুর মডেল থানার ৩ নং সেকশনের, সি ব্লক, ৮ নং রোডের জনৈক উর্মিলার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে এমন তথ্য পেয়ে আজ দুপুরে হিজড়ারা সেই বাড়িতে যান। বাড়িতে গিয়েই তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা সেখানে চিৎকার চেচামেচি শুরু করে। তখন উর্মিলা ১৫০০ টাকা দেন কিন্তু এই টাকা পেয়ে হিজড়ারা আরও বেশি চিৎকার চেচামেচি শুরু করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। এসময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন উর্মিলা। এতে হিজড়ারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করে। এক পর্যায়ে সেই ঘরে বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে হিজড়ারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং হিজড়াদের গ্রেফতার করে। এসময় হিজড়াদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর