August 1, 2025, 4:53 am

ময়মনসিংহের গৌরীপুরে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মুসুল্লি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ 292 View
Update : Sunday, January 22, 2023

ময়মনসিংহের গৌরীপুরে নামাজরত আবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলা পরিষদ কোর্ট মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় আব্দুল হেলিম খান পাঠান (৭৩) নামে ঐ মুসল্লির মৃত্যু হয়।

মসজিদের অন্য মুসল্লিরা জানান, রাত ৭টা ২৫ মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়র পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি কিল্লাবোকাইনগর ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। তিনি বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের ছেলে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক পাল জানান, আব্দুল হেলিম খান পাঠানকে হাসপাতালে ৭টা ৪৫ মিনিটের দিকে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর