বিএনপি শুধু কথার রাজা ; ওবায়দুল কাদের

বিএনপি শুধু কথার রাজা, মির্জা ফকরুলের কাজ নেই শুধু কথা, শুধুই কথা। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের আয়োজনে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শনিবার) ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স সংলগ্ন সড়কে এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্র বিতরণ ও শান্তি সমাবেশ করেন। শীত বস্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।আরো উপস্থিত ছিলেন মাহবুব- উল হানিফ এম পি ও মির্জা আজম এম পি। অনুষ্ঠান শেষে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কম্বল তুলে দেওয়া হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর