July 31, 2025, 7:56 am

তুরাগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৫

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 315 View
Update : Sunday, January 29, 2023

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি দল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাম প্রসাদ দত্ত, সন্তু ঘোষ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বাবু গাজী ও মোঃ মনিরুল ইসলাম।গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড, দুইটি জ্যাকেট ও একটি প্রাইভেটকার উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর থেকে আশুলিয়াগামী বেড়িবাঁধ রাস্তার উপরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তুরাগ থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর