August 4, 2025, 1:57 pm

তুরাগের দিয়াবাড়ি এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 369 View
Update : Saturday, April 15, 2023

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরা, উত্তর-১নং মেট্রো রেল ডিয়াবাড়ীর স্টেশনের ,দক্ষিণ পার্শ্বে ০৩ নং ব্রীজের পশ্চিম পার্শ্বে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হেল্পারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

শুক্রবার রাত সােয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আশিক (২৮)। নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তাড়াইল বাজার গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে ২০/৫,গ্রীন গার্ডেন, মাস্টার টেক, মানিকদি ক্যান্টনমেন্ট, ঢাকায় থাকতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান,শুক্রবার রাত সােয়া ১০টার দিকে ডিয়াবাড়ী ১নং মেট্রো রেল স্টেশনের,দক্ষিণ পার্শ্বের ০৩ নং ব্রীজের পশ্চিম পার্শ্বে পৌছলে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকটি চালিয়ে যাওয়ার সময় পেছন থকে এক মটর সাইকেল আরোহীকে গুরুত্বরভাবে আঘাত করে এবং ভুক্তভোগী ঘটনাস্থলে মারা যায়। সংবাদ পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম ট্রাকের হেল্পারকে আটক করে ড্রাম ট্রাক সহ পুলিশ হেফাজতে নেয়।

ড্রাম ট্রাক ড্রাইভার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। যার মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল -৩৮- ১৯৬২, এবং ড্রাম ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট- ১৫ -৭০০৮,  ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর