August 1, 2025, 5:32 pm

৯৯৯ এ ফোন দিয়ে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ৮ বছরের শিশুর, “মা আটক”

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 383 View
Update : Friday, April 21, 2023

৯৯৯ নাম্বারে ফোন দিয়ে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম (৮) নামের এক শিশু। আজ শুক্রবার বিকেলে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে ওই শিশু।  অভিযোগের প্রেক্ষিতে তামিমের মা তানজিমা মেস্তফা আরজু (৩০) কে আটক করে মিরপুর থানা পুলিশ ।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

তামিম আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোন বিপদে পরলে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর