August 6, 2025, 6:26 am

মহান মে দিবস উপলক্ষে উত্তরা পশ্চিম থানা জাতীয় শ্রমিকলীগের বিশাল মিছিল

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 611 View
Update : Tuesday, May 2, 2023

১লা মে” মহান মে দিবস শ্রমজীবী মেহনতী মানুষের রক্তস্নাত দাবী আদায়ের আন্দোলন সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন দিবসটি “শ্রমিক-মালিক ঐক্য গড়ি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগান কে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পালনের অংশ হিসেবে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সামনে বিশাল সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ।  এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুর কুতুব আলম মান্নান, সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব কে এম আযম খসরু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সহ জাতীয় নেতৃত্ব সভায় বক্তব্য রাখেন, এই সময় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিশাল মিছিলের আয়োজন করে এতে নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক জনাব মোঃ আজিজুল হাকিম ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন পলাশ এই সময় জাতীয় শ্রমিক লীগ উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এবং এতে নেতৃত্ব দেন রুমেল ইসলাম শান্ত (বাবু)। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, আজাদুর রহমান (বাবু), মোঃ সাইফুল ইসলাম (জয়), মোঃ শাহিন, মোঃ জাবেদ, মোঃ আব্দুস সালাম, মোঃ পারভেজ খান, মোঃ জামাল উদ্দিন সহ উত্তরা পশ্চিম থানা ১নং ৫১নং ওয়ার্ড এর সকল নেতৃবৃন্দ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর