August 26, 2025, 12:41 pm

ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘ডাক্তার’! ফেনসিডিলসহ গ্রেফতার ২

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 365 View
Update : Monday, May 15, 2023

রাজধানীতে ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রির অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও মোঃ আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল ১৪ ই মে রাতে মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করে থাকেন।

গ্রেফতার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবেই। তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। গতকালও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করেই ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যানপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর