August 26, 2025, 12:46 pm

তুরাগের পাকুরিয়া এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার 359 View
Update : Friday, May 19, 2023

রাজধানী তুরাগ থানাধীন পাকুরিয়ায় মোছাঃ মজিদা খাতুন (২০) নামে এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

১৮ ই মে বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় পাকুরিয়া এলাকার হাজী মোঃ সুলতান মোল্লার ভাড়াটিয়া বাড়িতে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। মৃত মজিদা খাতুন একটি প্রাইভেট কোম্পানি কর্মী ছিলেন। তার স্বামীর নাম কামরুল ইসলাম। মৃত মজিদার গ্রামের বাড়ি সাংঃ গৌরবপুর, ওয়ার্ডঃ ০৫, থানাঃ হালুয়াঘাট, জেলাঃ ময়মনসিংহ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টায় মৃত মোছাঃ মজিদা খাতুন  পারিবারিক কলহের জের ধরে তুরাগের পাকুরিয়া এলাকার হাজী মোঃ সুলতান মোল্লার টিনশেড বাড়ির এক ভাড়াটিয়া বাড়িতে নিজ রুমের আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

পরবর্তীতে তার পাশের ঘরের ভাড়াটিয়া তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তুরাগ থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এই বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর