August 5, 2025, 2:10 am

ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ

নিজস্ব প্রতিবাদক 385 View
Update : Friday, June 16, 2023

উপমহাদেশের প্রাচীন বিদ্যাপিঠ সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছেন প্রফেসর আবদুর রশীদ।এর পূর্বে তিনি নোয়াখালীর চৌমুহনী এস এ কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ মে তারিখে ৩৭,০০,০০০০,০৯০.১৯.০৭২.১৮.৫২ নম্বর স্মারকের আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যাস্তকৃত বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া প্রেষণে পদায়ন করা হলো।

প্রফেসর আবদুর রশীদ এর পূর্বে ঢাকা আলিয়ার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২২ মার্চ তাকে নোয়াখালীর চৌমুহনী সরকারি এস.এ কলেজে বদলি করা হয়।বদলির আড়াই মাস পর তিনি পূনরায় ঢাকা আলিয়ায় ফিরে আসেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর