August 5, 2025, 2:09 am

পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Reporter Name 200 View
Update : Thursday, July 20, 2023

বাস সংকট নিরসন, কলেজ ও হোস্টেলে নিরাপত্তা নিশ্চিতসহ আট দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বার-বার আশা দেখালেও এসকল সমস্যা নিরসনে দায়সারা ভূমিকা পালন করছেন সংশ্লিষ্টরা। তাই সকল দাবী পূরণ না হলে ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কলেজের মুল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এসব জানান।

এসময় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা সহজকরণে স্থায়ীভাবে ৩টি বাসের ব্যবস্থাকরণ, হোস্টেল ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত, কলেজ গেইট নির্মাণ ও গেইটের সামনের রাস্তা প্রশস্তকরণ, হোস্টেলে জলাবদ্ধতা দুরীকরণ, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ, স্বাভাবিক বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধিকরণ ও স্থায়ী খেলার মাঠের ব্যবস্থাকরণসহ মোট আট দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. উবায়দুল্লাহ ইবনে আলী শিক্ষার্থীদের সাথে কথা বললেও শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরবেন না বলে জানান।

কলেজটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক বলেন, ইন্টার্ন বা প্র‍্যাকটিসের জন্য আমাদের বাইরে যেতে হয়। এসব ক্ষেত্রে আমাদের পরিবহনের দরকার হয়। টেন্ডারভিত্তিক তিনটি বাস থাকে কলেজে। কিন্তু টেন্ডারসহ নানা জটিলতায় কিছুদিন পর পর এগুলো বন্ধ থাকে। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা বার-বার এগুলো কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো সুরাহা মেলেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এসকল সমস্যা স্থায়ীভাবে নিরসন নাহলে আমরা ক্লাসে ফিরব না।

আরেক নারী শিক্ষার্থী সাদিয়া বলেন, ক্যাম্পাসে উচ্ছৃঙ্খলদের আনাগোনা বেড়েই চলেছে। ক্লাস টাইমের বাইরে ক্যাম্পাসে মাদক ও সেবন করা হয়। আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্যক্ত করা হয়। এমনকি আমাদের হোস্টেলের আশেপাশেও এরা অবস্থান করে, বাজে অঙ্গভঙ্গি দেখায়। আমরা এগুলো কলেজ কর্তৃপক্ষকে বার-বার জানিয়েছি। কিন্তু আজও তার সমাধান হয়নি। এরকম বিশৃঙ্খল পরিবেশে আমরা নিরাপদ নই। তাই দ্রুতই নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেয়া উচিত।

শিক্ষার্থী নাইম বলেন, কলেজে সীমানা প্রাচীর নেই, চারিদিকে নোংরা পরিবেশ, হোস্টেলে নিরাপদ পানির ব্যবস্থা নেই, ডাইনিংয়ে খাবারের মান ভালো নেই, ঠিকমতো বিদ্যুৎ থাকে না, বাথরুমের পরিবেশ অস্বাস্থ্যকর- এতো সমস্যা নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে ডাক্তার হিসেবে গড়ে তুলতে পড়ালেখায় মনোযোগী হতে পারে? শুরু থেকেই এগুলো নিয়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি। অনুরোধ করেছি এগুলো সসমাধানের জন্য। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাইনি।

এবিষয়ে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উবায়দুল্লাহ ইবনে আলী জানান, শিক্ষার্থীদের অসুবিধা আমরা জেনেছি। আমরা সংশ্লিষ্ট মহলে বার বার যোগাযোগ করেছি। কিন্তু এগুলোর স্থায়ী সমাধান আমরাও পাইনি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা, প্র‍্যাকটিস বাদ দিয়ে আন্দোলন করলে ওদেরই ক্ষতি। তাই আমি ওদের বলেছি, যা আন্দোলন করা প্রয়োজন করুক। ক্লাসগুলো চালিয়ে করুক। যেনো ওদের ক্ষতি না হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর