August 1, 2025, 4:40 am

সব মহানগরীতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ ঘোষণা

Reporter Name 283 View
Update : Monday, September 18, 2023

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

তিনি বলেন, বর্তমান সরকার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতা ও সারাদেশে নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। নতুন নতুন মিথ্যা ও সাজানো মামলা দিয়ে তাদের মুক্তির পথরুদ্ধ করা হয়েছে।

এ ফ্যাসিস্ট সরকার দেশবরেণ্য আলেম-ওলামাদের উদ্দেশ্যমূলক মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। তাদেরও মুক্তি না দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। গত ৩ দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬৫ জন নেতা-কর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে বলে তিনি বলেন।

এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামীসহ সব বিরোধীদলের দাবি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।

আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতের সব মহানগরী শাখার নেতাকর্মীসহ সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর