November 13, 2025, 11:36 pm

ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি

Reporter Name 305 View
Update : Friday, September 22, 2023

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহজাহানপুর, নিউমার্কেট ও কদমতলী থানায় আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে।

শাহজাহানপুর থানার আহ্বায়ক হুমায়ুন কবির নাহিদ ও সদস্য সচিব সাঈদুর রহমান রিপন। নিউ মার্কেট থানার আহ্বায়ক মিজান বেপারী, সদস্য সচিব শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী মো. মনিরুজ্জামান মনির। কদমতলী থানার আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান দারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে থানা নেতৃবৃন্দকে মহানগর দক্ষিণ যুবদল কমিটির সাথে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর