August 21, 2025, 1:42 pm

নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name 235 View
Update : Monday, September 25, 2023

শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ এবং নূরে আলম ভূঁইয়া ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলাভবনের প্রধান ফটক থেকে শুরু রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান বক্তারা। সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের হারানো গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রদল ঘরে ফিরবে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি ছাত্রদলের ঘাঁটি, টেইক ব্যাক বাংলাদেশ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম-সম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসীমউদ্দিন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মকবুল হোসেন, সমাজসেবা সম্পাদক আনোয়ার সাকিব, কর্মী সিফাত, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্ম-সম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন।

সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খাঁ, যুগ্ম-সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ, কর্মী হাসিবুর রহমান আসিফ, কর্মী মো. জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, কর্মী রাফসান জানি মিঠু, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, কর্মী শাহাদাত মিঞা, স্যার এ এফ রহমান হলের সহ-প্রচার সম্পাদক মুন্না, কর্মী ফারহানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর