September 10, 2025, 7:54 am

চট্টগ্রামের বায়েজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬০ ঘর

Reporter Name 268 View
Update : Wednesday, October 4, 2023

চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ ঘর পুড়ে গেছে। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির ৬০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর