August 7, 2025, 6:42 am

সিকিমে পানি স্থিতিশীল, কমছে তিস্তার পানি

Reporter Name 267 View
Update : Thursday, October 5, 2023

সারাদিনে তিস্তার পানি বাড়লেও মধ্যে রাতে তিস্তার পানি কমার সংকেত দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এতে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি কমবে বলেই আশা করছেন তারা।

ভারতের সিকিম প্রদেশের চুংথাং ড্যামের বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে তিস্তায় সকাল ১১টা থেকে অবিরত পানি বাড়তে থাকে। বুধবার (৪ অক্টোবর) রাত ৭-৮টায় তিস্তার পানি বৃ্দ্ধি পেয়ে ৫২ মিটার দশমিক ৪০ সেন্টিমিটারে প্রবাহিত হয়। যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পাউবো সুত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার ২০ ওপরে ও রাত ৭-৮ টায় ২৫ সেন্টিমিটার এবং রাত ৯টায় কমতে শুরু করে আর রাত ১০টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়েছে।

উত্তরাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান জানিয়েছেন, চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে পানি বৃ্দ্ধি পায়, তা আজ রাত ১২টার মধ্যে কমতে শুরু করবে। ভারতের সিকিমে রাত ৮টায় পানি স্থিতিশীল হতে শুরু করেছে। সিকিম থেকে ডালিয়া পর্যন্ত পানির গতিসিমা ২ ঘণ্টার মতো। তবে, শেষ রাতে আবারও পানি বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময়ে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহম্মদ উল্ল্যাহ, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌল্লা, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, হাতিবান্ধা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা লোকমান হোসেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর