বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আরো দুইদিন আগে। আজ (৭ অক্টোবর) ভারতের মাটিতে এবারের বিশ্বকাপের প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। অপরদিকে দ্বিতীয় ম্যাচে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
আগে বোলিং নেওয়াটাই যেন কাল হল শ্রীলঙ্কার। ব্যাট করতে নেমে বিশ্বকাপের একাধিক রেকর্ড ভেঙে তিন ব্যাটারের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন এইডেন মার্কারাম।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় নিজেকে নিয়ে গেছেন প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক। এর আগে ৫০ বলে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে এই রেকর্ড নিজের নামে করেছিলেন আইরিশ ব্যাটার কেভিন ওব্রায়ান।
অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক, রাসি ভন ডার ডুসেন ও এইডেন মার্কারামের শতকের উপর ভর করে রেকর্ড ৪২৮ রান করেছে প্রোটিয়ারা। এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়েছেন এইডেন মার্কারাম। ৪৯ বলে শতক করেছেন এই ব্যাটার।
সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের শতকের অনন্য ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডি কক ৮৪ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। অপরদিকে রাসি ফন ডান ডুসেন করেছেন ১০৮ রান। ৫৪ বলে ১০৬ রানের রেকর্ড ইনিংস খেলেছেন মার্কারাম।
বিশ্বকাপের ইতিহাসে এটি দলীয় সর্বোচ্চ স্কোর। এছাড়াও বিশ্বকাপের এক ইনিংসে তিন শতক হাঁকানোর এটিই প্রথম কীর্তি।