August 5, 2025, 4:16 am

অন্যরা বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, চীন এমন করেনা: চীনের রাষ্ট্রদূত

Reporter Name 205 View
Update : Wednesday, October 11, 2023

কিছু মানুষ বলে তারা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনের প্রতি যত্নশীল কিন্তু অন্যদিকে তারা বাংলাদেশের উপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে কিন্তু চীন কখনই এমন করেনা।

অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে। আমার দৃঢ় বিশ্বাস চায়না ও বাংলাদেশ দুই দেশের ও দুই দেশের মানুষের মধ্যে ভবিষ্যতের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। এ ৭০০ টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে বলেও জানান তিনি।

ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে এবং অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে চীনের দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এর আগে বিক্সস সম্মেলনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘোষণা করেন যে, চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চায়না মূদ্রা (৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪০ কোটি টাকা) সহায়তা দেবে। আজ শুধুমাত্র শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে বলেও জানান তিনি।

এটা কি সাধারণ মানুষ বিনামূল্যে পাবে কিনা জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, সরকারের নীতি আছে যে বেসরকারি খাতে অনুদান আসলে আমরা কিভাবে সেটি ব্যবহার করব, সেটা আমরা জেনে সে অনুযায়ী আমরা ব্যবহার করব। এটা কি ফ্রিতে দেয়া হবে নাকি চার্জ নেয়া হবে এটার সিদ্ধান্ত আমরা এখনও নেই নাই।

চীনের রাষ্ট্রদূত বলেছেন, ওনার (চীনের রাষ্ট্রদূত) সাথে আমার (ত্রাণ প্রতিমন্ত্রী) ভালো বন্ধুত্ব। এবং উনি জানেন যে এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকেই আগে দিয়ে তারা শুরু করেছেন।

এসময় এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর