December 22, 2025, 10:45 am

আ.লীগ ও বিএনপিকে ডিএমপির ‘হ্যাঁ’, জামায়াতকে ‘না’

Reporter Name 261 View
Update : Friday, October 27, 2023

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) নিজেদের পছন্দের ভেন্যুতে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে এক্ষেত্রে জামায়াতকে কোনো ধরনের অনুমতি দেওয়া হবে না। এমন তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি জানান, আ.লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এ জন্য বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান আরও বলেন, ‘শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর