August 4, 2025, 11:20 am

কাকরাইলে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, বিজিবি মোতায়েন

Reporter Name 207 View
Update : Saturday, October 28, 2023

রাজধানীর কাকরাইল জামে মসজিদ এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় বিএনপি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়, যা চলমান। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ সময় কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ছাড়াও সেখানে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে কাকরাইল মসজিদের সামনে চারটি গাড়িতে বিজিবি সদস্যরা অবস্থান নেয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা একটি বাস ও আটটি পিকআপ ভাঙচুর করে।

জানা যায়, শনিবার সকালে একটি বাস ও আটটি পিকআপে করে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীরা কাকরাইলে নেমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপির সমাবেশ থেকে একজন আওয়ামী লীগের এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

বাস ভাঙচুরের পর দুপুর পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এর পরই পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাস শেল নিক্ষেপের ঘটনা ঘটে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর