ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল শুরু করেছে: কাদের

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ঢাকায় খেলা হচ্ছে, চট্টগ্রামেও খেলা হচ্ছে। ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। লাঠিসোঁটা এবং রড নিয়ে এরা মাঠে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘এরা ফাউল করছে, এদের লালকার্ড দেখাতে হবে।’ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘এদের (বিএনপির) সাথে কোনো আপস নেই, এরা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এরা অর্থ পাচারকারী। অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে! ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে! সামনে কোয়ার্টার ফাইনাল, জানুয়ারিতে ফাইনাল।’
ফের খারাপ সময় এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আবার খারাপ সময় আমাদের ভাগ্যের কাছে এসেছে। আবার একাত্তরের পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে।’
এসময় দলীয় ঐক্যে জোর দিয়ে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে নেতা-কর্মীদের হুশিয়ার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কার ইতিহাস কী, নেত্রীর কাছে জমা আছে। প্রত্যেকের রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে চা দোকানে বসে বাজে সমালোচনা করবেন। এদের খোঁজখবর আমরা নিচ্ছি। এদের বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। দল করবেন দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা না মানলে তো খেলায় জিতবেন না। শৃঙ্খলা মানতে হবে। জিততে হবে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা অবতীর্ণ। আজকের নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। কারণ বিজয়কে আমরা আজও সংহত করতে পারিনি। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমরা বিজয়ী হয়েছি বিজয়কে সংহত করতে পারেনি। আমাদের বিজয়কে সংহত করতে হবে। বঙ্গবন্ধু বিজয় দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে। যে শক্তি আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অবলা নারী, অবুঝ শিশুকে হত্যা করেছে। ইনডেমনিটি আইন করে জিয়াউর রহমান এই হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। হত্যাকারীদের অব্যাহতি দিয়েছে। জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি, জেল হত্যার আসল খুনি।’
এসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।