August 1, 2025, 4:47 am

সিলেট বিভাগে আজ সকাল-সন্ধ্যা হরতাল

Reporter Name 310 View
Update : Wednesday, November 1, 2023

সিলেটে অবরোধ চলাকালে ‘পুলিশের গাড়ির ধাক্কায়’ যুবদলের এক কর্মী নিহতের প্রতিবাদে ্আজ ধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট জেলা যুবদল।

নগরীর তাঁতীপাড়া থেকে মিছিল বের করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবদলের নেতা-কর্মীরা। ওই সমাবেশ থেকে আজ বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। নিহত যুবদল কর্মীর নাম জিল্লুর রহমান জিল্লু (৪০।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়ার মুখে এক কর্মীকে নিয়ে মোটরসাইকেলে পালাতে গিয়ে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বেলা আড়াইটার সময় তিনি মারা যান। জিল্লুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরী গ্রামে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, ‘আমাদের দলের কর্মী জিল্লুকে পুলিশ গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আমরা সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’

তবে হত্যার অভিযোগ অস্বীকার সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা খবরের কাগজকে বলেন, পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। নিহত ব্যক্তি আহতদের একজন।

এদিকে যুবদলের ডাকা হরতালে সমর্থন দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের হরতালে একাত্মতা প্রকাশ করে বিএনপি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর