August 1, 2025, 9:47 am

অভিনেত্রী হুমায়রা হিমুর ‘রহস্যজনক’ মৃত্যু

Reporter Name 258 View
Update : Friday, November 3, 2023

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উত্তরার নিজ বাসা থেকে অসুস্থ অবস্থায় বাংলাদেশ মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। এমন তথ্য দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যান তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যান।

উত্তরা পশ্চিম থানার এসআই আশরাফ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেছে। পুলিশ বিষয়টি খাতায় লিপিবদ্ধ করেছে। হিমুর মৃত্যুর বিষয়টি এখন তদন্তাধীন।

তিনি আরও জানান, হিমু আত্মহত্যা করেছেন না হত্যার শিকার হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর