অবরোধের সমর্থনে বুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবী দলের মিছিল

বিএনপির এক দফা দাবি আদায় ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলা দেশব্যাপী অবরোধের নৌপথ অবরোধের সমর্থনে বুড়িগঙ্গা নদীতে ট্রলারে চড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পাগলায় এ বিক্ষোভ করেন তারা। মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে মিছিল কারীরা কেরানীগঞ্জ দক্ষিণ থানার পানগাঁও ঘাট থেকে ট্রলারযোগে নদীর আঁকে বাঁকে মিছিল করতে করতে ফতুল্লার পাগলাঘাটে এসে শেষ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, মো. শাহ আলম, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্যদের মধ্যে মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, হাজী আবু বকর সিদ্দীক, মাহবুব আলম সিকদার, এইচ এম আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কেএম সোহেল রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান ভুঁইয়া, মহানগর নেতা শাহাদাত হোসেন, ফতুল্লা থানার সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম প্রমুখ নেতৃবৃন্দ।