August 5, 2025, 6:32 am

মিরপুরে ঢাবির বাসে আগুন

Reporter Name 187 View
Update : Monday, November 6, 2023

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

প্রক্টর বলেন, ‘মিরপুরে যাতায়াত করা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একটি পরিবহন বাসে আগুন দেওয়ার খবর এসেছে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এর আগে গতকাল রবিবার বিকেল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী’ নামের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় ক্ষয়ক্ষতি এড়িয়ে বাসের স্টাফরা অতিদ্রুতই আগুন নিভাতে সক্ষম হন।

এ দিকে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওয়াশরুম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, সকাল ১০টার দিকে ভবনের ১১০৬ নাম্বার রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সকাল সাড়ে ১০টায় শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর