August 26, 2025, 6:22 pm

বন্দরে পুলিশের মামলায় বিএনপিকর্মী রিপন গ্রেপ্তার

Reporter Name 206 View
Update : Tuesday, November 7, 2023

বিএনপির ডাকা অবরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরে ২টি পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় রিপন (২৯) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রিপনকে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১(১১)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার (৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী রিপন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর ষ্ট্রিল মিলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ আল ইসলাম বাদী হয়ে গত বুধবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৯ জন বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর