August 26, 2025, 3:59 pm

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

Reporter Name 189 View
Update : Thursday, November 9, 2023

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে দলটির সভাপতি শেখ হাসিনা এবং এ কমিটির সদস্য সচিব হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবন গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।’

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তুলতে পারবেন বলেও জানান কাদের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর