August 4, 2025, 3:17 pm

শিগগির ই-ভিসা চালু, সম্প্রসারিত হচ্ছে ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 240 View
Update : Thursday, November 9, 2023

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ই-ভিসা খুব শিগগির চালু করা হবে। এ ছাড়া বিদ্যমান ই-পাসপোর্টের পরিধি আরও সম্প্রসারিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ধারাবাহিক পথপরিক্রমায় দেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি। ইতোমধ্যে ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট দেওয়া হয়েছে। এ পাসপোর্ট দ্রুত দেওয়ার ফলে জনসেবায় গতি বেড়েছে।

তিনি বলেন, দেশে খুব দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেখ হাসিনার প্রতি আপনাদের আস্থা ও বিশ্বাস দেখে আমি অভিভূত। আশাকরি জনগণ আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশ সেবার সুযোগ করে দেবেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর