প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে খুলনায় উৎসবের আমেজ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুলনা শহরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের সাদা সোনা চিংড়ি চাষের জন্য বিখ্যাত এই পরিচ্ছন্ন নগরী খুলনাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী খুলনায় একটি জনসভায় ভাষণ দেবেন এবং ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জনগণের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা তাদের দীর্ঘদিনের লালিত কিছু স্বপ্ন পূরণ করবেন এই আশায় পুরো খুলনা অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
তারা আশা করছেন আগের মতোই প্রধানমন্ত্রী বিমানবন্দর, গ্যাস সরবরাহ শুরু করা, অর্থনৈতিক অঞ্চল এবং জেলায় পাট ও কাগজের মিলসহ সমস্ত বন্ধ রাষ্ট্র পরিচালিত কারখানা এবং মিলগুলি পুনরায় চালু করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ তিনি খুলনা সার্কিট হাউস গ্রাউন্ডে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ এখানে একটি সমাবেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা।
এ ছাড়া তিনি ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোসহ আরও পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি খুলনা বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) পুলক কুমার মন্ডল।
আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘‘সকল স্তরের মানুষ তাদের ‘ভাগ্য নির্মাতা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ দশ লাখের বেশি লোকের সমাবেশে এটিকে মানব সাগরে পরিণত করার আশা করা হচ্ছে।’’
জেলা প্রশাসক খোন্দকার ইয়াসির আরেফিন জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্র : বাসস