কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আসছে ১৮ নভেম্বর

কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছে। ২২ নভেম্বর পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান। এ ছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে বলে জানান তিনি।
হঠাৎ করে বাংলাদেশে রাশিয়ার যুদ্ধজাহাজ আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন বলেন, ‘শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে। ১২-১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়। এটি একটি নিয়মিত বিষয়।’
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই তথ্য গণমাধ্যমকে জানানো সমীচীন নয়।’