August 26, 2025, 8:40 pm

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name 305 View
Update : Thursday, November 16, 2023

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লীবিদ্যুত এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের উপর উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।’

তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ ও নিহতের বিস্তারিত জানাতে পারেন নি তিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর