ঢাকা ১৮ আসনে আবারো নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম কিনলেন এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান

২০১৮ সালে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান আবারো নৌকার মাঝি হতে দলীয় নেতা কর্মী এবং ঢাকা ১৮ আসনের ১৪ টি ওয়ার্ড কাউন্সিলর সহ প্রায় পাঁচ হাজারের মতন মোটরসাইকেল বহর নিয়ে দলীয় মনোনায়ন কিনেন।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের মনোনয়ন ফরম ক্রয় করেন হাবিব হাসান।
মনোনায়ন সংগ্রহের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, আমি প্রয়াত এমপি এ্যাডভোকেট সাহারা খাতুনের অসমাপ্ত কাজ সম্পুর্ন করতে ২০১৮ সালে উপ নির্বাচনের অংশগ্রহণ করি এবং ভোটারদের ভালোবাসায় আমি বিজয়ী হই। বিজয়ী হওয়ার পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাহারা আপার অসমাপ্ত কাজ এবং ১৮ আসনটি একটি পরিচ্ছন্ন আসনে রুপান্তর করেছি। কিছু কাজ এখনো বাকি আছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে ঢাকা ১৮ আসনকে আওয়ামিলীগের একটু শক্তিশালী আসনে পরিনত করেছি। তিনি আরো বলেন, মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হয়ে আগামী দিনেও ১৮ আসনকে সকল জনগণকে সেবা করতে চাই।
আমি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আছি এবং ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হওয়ার আগে থেকেই দলের হয়ে সৈরাচার আন্দোলন থেকে শুরু করে বিএনপির আমলে কয়েকবার জেল খেটেছি।২০১৮ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে ঢাকা-১৮ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করেছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান-মালের নিরাপত্তা দিতে হরতাল অবরোধের সময় রাজপথে অবস্থান ও শান্তি সমাবেশ করেছি। আমার বিশ্বাস দলের প্রতি আমার অবদান এবং আমার কাজ ও সততা দেখে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ।
হাবিব হাসান আরো বলেন, মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং ভবিষ্যৎ ও পাবেন । দেশের উন্নয়ন হচ্ছে তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে সকলের। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আজ শিকার করছেন সবাই। এই সরকারের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে আজ দৃশ্যমান।