August 2, 2025, 4:24 am

অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

Reporter Name 185 View
Update : Monday, November 27, 2023

বিএনপি ঘোষিত সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সোমবারও (২৭ নভেম্বর) তালা ঝুলছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। যথারীতি দলটির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে দেখা যায়নি। এর আশপাশেও কোনো তৎপরতা ছিল না। তবে কার্যালয়ের সামনের সড়কে ও আশপাশে পুলিশের অবস্থান দেখা গেছে। সতর্ক অবস্থানে ছিল তারা।

এদিকে কর্মসূচির সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম। এ সময় নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বাবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, কবির উদ্দিন মাস্টার, এমএ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ। মিরপুরে রুপনগর থানা সদস্যসচিব শামসুল আলম মিন্টুর নেতৃত্বে মিছিল হয়।

ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার মো. নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ প্রমুখ।

আজ সকালে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মগবাজার মোড়, খিলগাঁওয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দিন, এসএম কবির, সহ সাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, সদস্য রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

মগবাজার মোড় থেকে সাবেক রমনা থানা অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আকতারুজ্জামান আক্তার, সহসভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি মৎস্য ভবনের সম্মুখে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিনসহ অন্য নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

কলাবাগান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আল মামুন, এম আরিফুর রহমান, কামরুল হুদা লুইস, এস এম রাবিদ হাসান, লিজা ইসলাম, মুন্নী ইসলাম, যুগ্ম সম্পাদক সাদেক খান, মানজীলা মাতুব্বর রীমি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আশিক, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক ওসমান সরকার, ইউডা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক সাকিব হোসেন, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ইভান প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর