August 1, 2025, 11:57 pm

বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম

Reporter Name 211 View
Update : Monday, November 27, 2023

অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেও নানা নাটকীয়তায় বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। কবে নাগাদ ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্ত-সমর্থকদের মনে। এবার সেই প্রশ্নের জবাবই দিলেন তামিম। জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন অভিজ্ঞ এই ওপেনার। সোমবার (২৭ নভেম্বর) বিকাল পাঁচটায় বনানী ডিওএইচ-এর বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তামিম।

তামিম ইকবাল বলেন, বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতটা কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। এসব নিয়ে পাপন ভাইয়ের সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে।

তামিম আরও বলেন, উনারও (বিসিবি সভাপতি) অনেক কিছু শেয়ার করার ছিল। আমি তাদের বলেছি, কী করতে চাই, না চাই। তারপরে উনি বললেন, যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত উনার অনেক ব্যস্ততা আছে। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে। আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবো। এরপর ধারণা পাবেন কী করব না করব।

এর আগে, গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দুপুরে বৈঠক করেন তামিম। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কোনো কথা না বললেও বিকাল পাঁচটায় নিজ বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তামিমের সাথে বৈঠকের বিষয়ে দুপুরে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।

বিশ্বকাপের আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরবর্তীতে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর